Published : 28 Sep 2020, 12:16 PM
সময়ের সৌরভ্রূণে জন্ম নিলো ঘড়ি
বাংলার আকাশজোড়া ঘুড়ি-ঘড়ি,
এই ঘড়ি শেখ হাসিনার মনোঘড়ি।
মাতা শেখ ফজিলতুন্নেছা এ ঘড়ির মর্ম-কারিগর,
পিতা শেখ মুজিবুর রহমান এ ঘড়ির স্বপ্নের ভাস্কর,
অনন্ত অভঙ্গ স্বপ্নে এ ঘড়ির মনোলীন নকশি-প্রণোদনা,
অনন্ত অভঙ্গ শ্রমে এ ঘড়ির মৌনমগ্ন মহাকালিক গণনা,
এ ঘড়ি শ্রমের ঘড়ি, এ ঘড়ি কর্মের ঘড়ি,
এই ঘড়ি গণবাঙালির গণঘড়ি।
এই ঘড়ি বিরতিবিহীন সময়ের কণ্ঠস্বর,
এই ঘড়ি স্বতঃশ্চল, ঘূর্ণি-স্বয়ম্ভর।
স্রোতবতী মধুমতি, তরঙ্গে তরঙ্গে তার জলাঙ্গিনী ডানা,
লালসবুজের পালে সময়শাম্পানে পাড়ি দিগন্তে অজানা;
টিক টিক ঠিক ঠিক বেজে চলে বাঙালির এই গণঘড়ি,
জাতিমানুষের বুকে বুকে এই দেহঘড়ি এই মনোঘড়ি।
ঊনিশশ সাতচল্লিশের সেপ্টেম্বর, নদীতীরে শাদা কাশ, তারিখ আটাশ,
প্রাকৃতিক সদাচারে জেগে আছে এ-বাংলার মানবিক আকাশ-বাতাস,
সতত স্বাধীন স্রোতে ধাবমান জাতিবাঙালির স্বপ্নের স্বদেশ আর মনতরী;
ঘড়ির কাঁটার সাথে তাল রেখে পাল তোলে সদ্যোজাত সুকন্যার দেহতরী।
একদা বাঘের পিঠে সওয়ারি পূর্বপুরুষেরা সঙ্গে এনেছিলো পুণ্য-সরঞ্জাম,
অনন্তর বঙ্গের সাগর নদী পাড়ি দিয়ে এসেছিলো ত্রিলোকের কুশলী তামাম,
গৈরিক মাটির ঘরে লোককারিগর এসে বানিয়েছে সুদর্শন চক্রে কত কড়ি;
ভাগ্যরজনীর রাতে মানুষ, ডাহুক আর ফসলের বুকে বুকে অনন্তের ঘড়ি।
বালিকার হাতঘড়ি তরুণীর সুখঘড়ি জননীর মুখঘড়ি হয়ে
মুহূর্তে অনন্ত গেঁথে কালস্রোতে ঢেউ তুলে যায় বয়ে বয়ে;
ছয়ঋতু সাতরং, প্রাণী আর ধ্যানী বুকে বাজে মনোবীণা,
মঙ্গল বাংলার স্বপ্নে সতত সচল ঘড়ি সুকন্যা হাসিনা।
দেহঘড়ি মনঘড়ি মুখঘড়ি চোখঘড়ি স্নায়ুঘড়ি ঘুড়িঘুড়ি আর
পিতাঘড়ি মাতাঘড়ি জাতিসন্তানের সুখে চির উত্তরাধিকার।
ধর্ম নয় বর্ণ নয় গোত্র নয় সূত্র নয়, ঘড়ি শুধু সকলের ঘড়ি;
মহাকাশে দুর্বাঘাসে সময় বয়ন করে বাঙালির এই তাঁতঘড়ি।
বালিকা তরুণী হয়; তারপর বয়সের পক্বতায় স্মিতমুখে হাসে;
যখন জননী হয়, স্নেহেপ্রেমে জাতিসন্তানের সুখ ভালোবাসে।
ব্যক্তি থেকে নেত্রী আজ, দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতার কেন্দ্রঘড়ি;
যখন ঘড়িটি দেখি, শুধু ক্ষমতা ও সমতার কাম্য মমতাকে পড়ি।
বাঙালি অনন্ত জাতি, সাম্যতন্ত্রী, শুরু আছে শেষ নেই তার —
মুক্তিযুদ্ধে মুক্তদেশে এ ঘড়ি যুক্তির ঘড়ি, গণতন্ত্রী বাঙালির ঘড়ি।
এ ঘড়ি আমার ঘড়ি, এ ঘড়ি তোমার ঘড়ি, এ ঘড়িটি গণসমতার।
ঘরে ঘরে এ ঘড়ি মানবঘড়ি,; এ ঘড়ি মঙ্গলনেত্রী শেখ হাসিনার।
২৭-২৮.০৯.২০২০