সবখানেই আমি দেখি জাহান্নামের অসীম বিস্তার
Published : 15 Nov 2022, 04:53 PM
আমার হৃদয় যেন কোনো এক বিকলাঙ্গ শয়তানের দূত,
প্রস্ফুটিত করে রক্তপায়ী ফুল আর যা কিছু অদ্ভুত
সেইসব ছন্দে-গন্ধে নফসকে ঠেলে দেয় অতলান্ত আঁধার গহ্বরে।
ক্রমেই স’রে যাই ভগবান থেকে দূরে রক্ততৃষ্ণার তেপান্তরে।
একে একে সবগুলো গর্ভজাত শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার পরে
কোটর থেকে ছিঁড়ে নিই ভয়ার্ত চোখের তারা, যা থেকে খৃষ্টের করুণাময়
অশ্রু মোমের ফোটার মতো ঝরে নিরন্তর।
বিমর্ষ ছানি-পড়া চোখে মাকড়দল বুনে চলে জাল,
আর হৃদয়ের গোরস্থানে ফোটে উদ্বেগের কম্প্র শতদল,
সবখানেই আমি দেখি জাহান্নামের অসীম বিস্তার
এবং আমার শ্বাসযন্ত্র ছিঁড়ে বেরিয়ে আসে বীভৎস চিৎকার।