সৌরভ সিকদার-এর ‘প্রেম ছিল’ ও ‘নারী’

সৌরভ সিকদার
Published : 2 May 2019, 05:08 AM
Updated : 2 May 2019, 05:08 AM


চিত্রকর্ম: জামাল আহমেদ

প্রেম ছিল না

তোমার ছোঁয়ায় ভাঙল মেঘের ঘুম

ভোরের আলো উস্কে দিল সকল নীরবতা

উঠি উঠি করেও আজ ওঠেনা চাঁদ—

বুকের মাঝে জ্যোৎস্না ধরে কষ্ট কথকথা।

সাত সকালে পাহাড় এসে বসে আছে

সাগর তীরে কেমন মলিন মুখ

নোনতা জলের স্নানের লোভে

পুড়ে যাচ্ছে তপ্ত বালু– তবু যেন সুখ

ঘুম ভেঙে মেঘ অবিরত ছুটছে যেন

ক্ষুধায় কাতর দিগন্তের ওই পানে

সাগর পাহাড় জ্যোৎস্না ধারা কোথাও ঠিক

প্রেম ছিল না—পেটের জ্বালা মানবিকতার গানে

প্রেম ছিল না— তোমার বুকের ধু ধু বালুচরে

আমার ভিটা রিক্ত হতে হতে- এখন শুধুই ঘুঘুচরে।

নারী

এতো লম্বা দুঃখদিনেও হয়নি যখন তোমায় পাশে পাওয়া

তোমায় নিয়ে এখন আমার নেইতো কিছুই নতুন করে চাওয়া

বিশ্ব এখন কেমন যেন সব কিছুতেই বদলে যাওয়ার হাওয়ায়

আমায় তুমি রাখ কেনো ভাঙ্গা নৌকা, ছোট্ট একটা খেয়ায়?

আমিও চাই পাখির পালক নীল আকাশে উড়বো এলোমেলো

তোমার আশায় থেকে থেকে আমার সূর্য সকালবেলা গেলো

এখন আমি লাটাই-সুতো ছেড়ে ইচ্ছাঘুড়ি– মেঘের স্বাধীনতা

রোদ-বৃষ্টি-ঝড়ের সাথে লড়ছি সমান তালে– নতুন কথকথা।

দেখে নিও উঠবো আমি অনেক উপর, নামবো না আর নিচু

তখন ঠিকই উল্টো তুমি ছুটতে থাকবে– আমার পিছু পিছু।