ভোটে নারীদের মনোনয়ন বাড়ানোর সুপারিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেশি সংখ্যায় নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সুপারিশ এসেছে এক সম্মেলন থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 02:41 PM
Updated : 13 Nov 2018, 02:41 PM

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১৫০ জন নারী নেত্রীকে নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মঙ্গলবার ঢাকার লেকশোর হোটেলে এ সম্মেলনের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি কেটি ক্রোক বলেন, এখন সময় নারীদের অংশগ্রহণ বাড়ানোর।

“সাধারণ আসনে মনোনয়নপ্রত্যাশী নারীরা তাদের নির্বাচনী এলাকায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন। এজন্য রাজনৈতিক দলগুলোর এখন উচিত সংসদীয় আসনগুলোতে নারী নেতাদের অংশগ্রহণ বৃদ্ধি করা।”

বিএনপির সেলিমা রাহমান ও বিলকিস জাহান শিরিন, আওয়ামী লীগের ড. শাম্মী আহমেদ ও শামসুন্নাহার চাঁপা, জাতীয় পার্টির মাসুদা এম রশিদ চৌধুরী সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রার্থীদের মনোনয়ন বৃদ্ধি ও নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নারী ক্যাম্পেইন ম্যানেজার নিয়োগের পক্ষে বক্তব্য দেন।

নারী প্রার্থীদের অনেকেই যে নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন, সে কথাও তারা তুলে ধরেন। 

নেতৃত্বের পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশে ২০২০ সালের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার শর্ত দেওয়া হয়েছে। তবে বড় দলগুলোও এক্ষেত্রে খুব বেশি অগ্রগতি দেখাতে পারেনি। 

আরও খবর