সব প্রক্রিয়া শেষে সংসদ নির্বাচনে ভোটের ব্যালটে থাকছে ১ হাজার ৮৬১ প্রার্থীর নাম; তাদের মধ্যে দলীয় প্রার্থী ১৭৩৩ জন; বাকি ১২৮ জন স্বতন্ত্র।
Published : 29 Dec 2018, 06:37 PM
আদালতের নির্দেশনার পর ধানের শীষের প্রার্থী ১৫ জন কমলেও স্বতন্ত্র প্রার্থী বেড়েছে ২৯ জন।
আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকার ২৭২ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে আছেন। তাদের বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি ও শরিকদের প্রার্থী সংখ্যা ২৮২।
সবচেয়ে বেশি ২৯৮ জন প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ চলবে। ২৯৯ আসনে বিজয়ীদের নিয়ে গঠিত হবে একাদশ জাতীয় সংসদ। সেখানে সংখ্যাগরিষ্ঠ দলই বাংলাদেশের পরবর্তী সরকার গঠন করবে।
কোন দলের কত প্রার্থী
এলডিপি ৮ (ধানের শীষ ৪), জেপি ১১ (মহাজোট ২), সাম্যবাদী দল ২, কৃষক শ্রমিক জনতা লীগ ৮ (ধানের শীষ ৪), সিপিবি ৭৪, আওয়ামী লীগ ২৬০ (নৌকা ২৭২), বিএনপি ২৫৭ (ধানের শীষ ২৮২), গণতন্ত্রী পার্টি ৬, ন্যাপ ৯, জাতীয় পার্টি ১৭৫ (মহাজোট ২৫), বিকল্পধারা ২৬ (নৌকা ৩), ওয়ার্কার্স পার্টি ৮ (নৌকা ৫), জাসদ ১১ (নৌকা ৩), জেএসডি ১৯ (ধানের শীষ ৪), জাকের পার্টি ৯০, বাসদ ৪৪, বিজেপি ৩ (ধানের শীষ ১), তরিকত ফেডারেশন ১৭ (নৌকা ১), বাংলাদেশ খেলাফত আন্দোলন ২৪, বাংলাদেশ মুসলীম লীগ ৪৮, এনপিপি ৭৯, জমিয়াতে উলামায়ে ইসলাম ৮ (ধানের শীষ ৩), গণফোরাম ২৮ (ধানের শীষ ৭), গণফ্রন্ট ১৩, পিডিপি ১৪, বাংলাদেশ ন্যাপ ৩, বাংলাদেশ জাতীয় পার্টি ১১, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৮, কল্যাণ পার্টি ২ (ধানের শীষ ১), ইসলামী ঐক্যজোট ২৫, বাংলাদেশ খেলাফত মজলিস ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৯৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৫, জাগপা ৪, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২৮, খেলাফত মজলিস ১২ (ধানের শীষ ২), বিএমএল ১, মুক্তিজোট ২, বিএনএফ ৫৭ জন।
স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১২৮ জন।
দলভিত্তিক প্রার্থী সংখ্যা বনাম প্রতীক ভিত্তিক প্রার্থী সংখ্যা
ক্রমিক | নিবন্ধিত দলের নাম | সংরক্ষিত প্রতীক | প্রতীক | প্রতীকের বিপরীতে প্রার্থীর সংখ্যা |
১ | লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি | ছাতা | ছাতা | ৪ |
২ | জাতীয় পার্টি - জেপি | বাইসাইকেল | বাইসাইকেল | ১১ |
৩ | বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) | চাকা | চাকা | ২ |
৪ | কৃষক শ্রমিক জনতা লীগ | গামছা | গামছা | ৫ |
৫ | বাংলাদেশের কমিউনিস্ট পার্টি | কাস্তে | কাস্তে | ৭৪ |
৬ | বাংলাদেশ আওয়ামী লীগ | নৌকা | নৌকা | ২৭২ |
৭ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি | ধানের শীষ | ধানের শীষ | ২৮২ |
৮ | গণতন্ত্রী পার্টি | কবুতর | কবুতর | ৬ |
৯ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি | কুঁড়েঘর | কুঁড়েঘর | ৯ |
১০ | বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি | হাতুড়ী | হাতুড়ী | ৩ |
১১ | বিকল্প ধারা বাংলাদেশ | কুলা | কুলা | ২২ |
১২ | জাতীয় পার্টি | লাঙ্গল | লাঙ্গল | ১৭৫ |
১৩ | জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ | মশাল | মশাল | ৮ |
১৪ | জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি | তারা | তারা | ১৬ |
১৫ | জাকের পার্টি | গোলাপ ফুল | গোলাপ ফুল | ৯০ |
১৬ | বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ | মই | মই | ৪৫ |
১৭ | বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি | গরুর গাড়ী | গরুর গাড়ী | ২ |
১৮ | বাংলাদেশ তরিকত ফেডারেশন | ফুলের মালা | ফুলের মালা | ১৬ |
১৯ | বাংলাদেশ খেলাফত আন্দোলন | বটগাছ | বটগাছ | ২৩ |
২০ | বাংলাদেশ মুসলিম লীগ | হারিকেন | হারিকেন | ৪৮ |
২১ | ন্যাশনাল পিপলস্পার্টি (এনপিপি) | আম | আম | ৭৯ |
২২ | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | খেজুর গাছ | খেজুর গাছ | ৫ |
২৩ | গণফোরাম | উদীয়মান সূর্য | উদীয়মান সূর্য | ২১ |
২৪ | গণফ্রন্ট | মাছ | মাছ | ১৩ |
২৫ | প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) | বাঘ | বাঘ | ১৪ |
২৬ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ | গাভী | গাভী | ৩ |
২৭ | বাংলাদেশ জাতীয় পার্টি | কাঁঠাল | কাঁঠাল | ১ |
২৮ | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | চেয়ার | চেয়ার | ১৮ |
২৯ | বাংলাদেশ কল্যাণ পার্টি | হাতঘড়ি | হাতঘড়ি | ১ |
৩০ | ইসলামী ঐক্যজোট | মিনার | মিনার | ২৫ |
৩১ | বাংলাদেশ খেলাফত মজলিস | রিক্সা | রিক্সা | ৫ |
৩২ | ইসলামী আন্দোলন বাংলাদেশ | হাতপাখা | হাতপাখা | ২৯৮ |
৩৩ | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | মোমবাতি | মোমবাতি | ২৫ |
৩৪ | জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা | হুক্কা | হুক্কা | ৪ |
৩৫ | বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | কোদাল | কোদাল | ২৮ |
৩৬ | খেলাফত মজলিস | দেওয়াল ঘড়ি | দেওয়াল ঘড়ি | ১০ |
৩৭ | বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল | হাত (পাঞ্জা) | হাত (পাঞ্জা) | ১ |
৩৮ | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) | ছড়ি | ছড়ি | ২ |
৩৯ | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ | টেলিভিশন | টেলিভিশন | ৫৭ |