তিনি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন।
Published : 01 Jan 2025, 08:41 PM
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্বে যোগ দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ।
তিনি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন।
কামাল উদ্দিন সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশ রূপান্তর দেশ ও জনগণের কথা কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। নতুন বছরে আমার এই যোগদান আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি এই বহুল প্রচারিত পত্রিকাকে সামনে দিকে এগিয়ে নিতে চাই।”
বুধবার দুপুরে দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন কামাল উদ্দিন সবুজ। পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব), বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশসহ দেশ রূপান্তরের বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা নতুন সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মোস্তফা মামুন বলেন, “অনেক সীমাবদ্ধতার পরও সবার আন্তরিক সহযোগিতায় দেশ রূপান্তর অনেক এগিয়েছে। এই যাত্রায় আমি সবার সহযোগিতা পেয়েছি। এজন্য আমার সকল সহকর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
নতুন সম্পাদকের হাত ধরে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মামুন।
দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামাল উদ্দিন সবুজ দীর্ঘদিন ধরেই সাংবাদিকতায় যুক্ত, তাকে আমরা পেশাদার সাংবাদিক হিসেবেই চিনি। বিভিন্ন সময় সাংবাদিকতায় পেশাদারত্বের নজির রেখেছেন। আমরা আশা করব, তার নেতৃত্বে দেশ রূপান্তর আরো এগিয়ে যাবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে লেখাপড়া করা কামাল উদ্দিন সবুজ ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরে কাজ করেন বার্তা সংস্থা ইউএনবি ও বাসসে।
সর্বশেষ তিনি বাসসের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।