সর্বশেষ তিনি নিউজ টুডে পত্রিকায় সিটি এডিটর ছিলেন।
Published : 29 Sep 2024, 06:20 PM
দীর্ঘদিন ধরে বয়সনজিত নানা শারীরিক জটিলতায় ভুগে চিরবিদায় নিলেন প্রবীণ সাংবাদিক বদিউল আলম
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার দুপুরে ইস্কাটনে নিজের বাসায় মারা যান ৭৮ বছর বয়সী এই সাংবাদিক।
দীর্ঘদিন তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
রাত সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন।
বদিউল আলম গণকন্ঠ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, নিউজ টুডে পত্রিকায় প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
সর্বশেষ তিনি নিউজ টুডে পত্রিকায় সিটি এডিটর ছিলেন।
অর্থনীতি ও জ্বালানি ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করা এই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন সব সময়ে।
তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতি, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদেও ছিলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বদিউল আলম।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুক্কর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম শোক প্রকাশ করেছেন।