তিনদিন পর নিভেছে সুন্দরবনের আগুন, মামলা

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের লাগা আগুন তিন দিন পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 07:41 AM
Updated : 30 April 2016, 08:06 AM

শনিবারা বেলা ১২টার দিকে স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলায় লাগা নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.মানিকুজ্জামান।

তিনি বলেন, “আগুন সম্পূর্ণ নেভানো হলেও আমারদের পর্যবেক্ষণ চলবে।”

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে বনে আর কোন ধোঁয়া দেখা যাচ্ছেনা।

“তারপরও ফায়ার সার্ভিস বন এলাকায় পর্যবেক্ষণে রয়েছে।”

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বরর কম্পার্টমেন্টের তুলাতলায় আগুন লাগে। এক মাসের মধ্যে এটি সুন্দরবনে চতুর্থ বার আগুনের ঘটনা।

এদিকে তুলাতলায় আগুন দেওয়ার অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ।

ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে শনিবার বন আদালতে এ মামলাটি করেন।

এনিয়ে বনে আগুনের ঘটনায় তিনটি মামলা হল বলে জানান বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

তিনি বলেন, “সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজলার কতিপয় দুর্বৃত্ত তিন দফা বনভূমিতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। গত দুই দফা যারা আগুন দিয়েছে তাদের সঙ্গে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে সুন্দরবনের অন্তত ২০টি স্থানে আগুন দিয়েছে।

“আমরা তদন্ত করে পুরানো নতুন মিলে ছয়জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে আরও একটি মামলা করেছি।”

এবারের আগুনে তুলাতলা এলাকার প্রায় সাড়ে তিন একরের বনভুমি পুড়ে গেছে বলে জানান তিনি।