সুন্দরবনে মহিষ চরানোয় ৪ হাজার টাকা দণ্ড

সুন্দরবনে মহিষ চরানোর অভিযোগে একজনকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2016, 12:06 PM
Updated : 20 April 2016, 12:06 PM

বুধবার দুপুরে বন আইনে মহিষ মালিক সোহেল ফরাজীকে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের সোহেল ২০টি মহিষ নিয়ে সুন্দরবনের ধানসাগরে কাঁচা ঘাস খাওচ্ছিল।

“এ সময় বনকর্মীরা তাকে মহিষসহ আটক করে।”

ভ্রাম্যমাণ আদালত তাকে মহিষ প্রতি দুশো টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করে বলে জানান তিনি।

গত ১৮ এপ্রিল নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর সুন্দরবনে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

সুন্দরবনে আগুন দেওয়ার পর ওই এলাকায় পাহারা জোরদার করতে পাঁচটি ফায়ার ওয়াচ টিম গঠন করা হয়। তারা নিয়মিত টহল দিচ্ছে।