সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2016, 06:37 PM
Updated : 13 April 2016, 06:37 PM

বুধবার রাত ১০টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের প্রায় ১০ একর এলাকায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পানি ছিটিয়ে আগুন নেভায়। এখন কোথাও আগুন বা ধোঁয়া দেখা যাচ্ছে না।

“তবে বৃহস্পতিবারও সারাদিন ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বনবিভাগ।”

পূর্ব বিভাগের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, যে এলাকায় আগুন লেগেছে সেখানে ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। সুতরাং আগুন আর নতুন এলাকায় বিস্তারিত হতে পারবে না।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, গ্রীষ্ম মৌসুমে গাছপালার পাতা থেকে একধরনের মিথেন গ্যাস তৈরি হয়। এই গ্যাস থেকে আগুন ধরতে পারে।

সুন্দরবনে মধু সংগ্রহ করতে আসা মৌয়াল বা লোকালয় থেকে বনে আসা মানুষের অসাবধানতাবশত ফেলে দেওয়া বিড়ি-সিগারেট বা মশালের আগুন থেকেও আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন।