সুন্দরবনের নাংলি ফরেস্ট ক্যাম্প বনে আগুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প বনে আগুন লাগার খবর পাওয়া গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2016, 04:29 AM
Updated : 28 March 2016, 04:31 AM

ধানসাগর স্টেশনের বন সংরক্ষক সুলতান মাহমুদ জানান, রোবাবার রাত থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার সকালে তা আরও ছড়িয়ে পড়ে।

বাগেরহাটের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।

সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন বিভাগের কর্মীরা রাতে বনের মধ্যে আগুনের কুণ্ডলি দেখতে পান।

“এরপর আশপাশের খাল থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি।”

সকালে আগুন আরও ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা বনের মধ্যে রাস্তা কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে সুলতান মাহমুদ জানান।

বনের মধ্যে কত একর জমিতে এ আগুন ছড়িয়েছে সে বিষয়ে  প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের উত্তর ও উত্তর-পূর্বাংশের নিচু এলাকায় বসন্তের শেষ ও গ্রীষ্ম শুরুর মৌসুমে এর আগেও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

এ সময় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; নিয়ন্ত্রণ করাও কঠিন হয়।

২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

সুলতান বলেন, “এ মৌসুমে মৌয়ালরা মধু আহরণ করতে বনে আসে। চাক ভাঙার সময় তারা আগুন ব্যবহার করে। সেখান থেকেও বনে আগুন ছড়িয়ে থাকতে পারে।”

অবশ্য বনের মধ্যে পচা পাতা থেকে তৈরি হওয়া মিথেনের স্তর জমে গেলে বনজীবীদের বিড়ি-সিগারেটের আগুন থেকেও আগুন লাগার সুযোগ থাকে।