সুন্দরবনে আগুন: ৩ জন বরখাস্ত

সুন্দরবনে আগুনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্পের ইনচার্জসহ তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বন বিভাগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2016, 08:56 AM
Updated : 23 April 2016, 08:56 AM

শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান।

বরখাস্তরা হলেন ফরেস্টার মো. নাসির উদ্দিন, নৌকা চালক পলাশ মজুমদার ও মোবারক হোসেন।

বন কর্মকর্তা বলেন, ক্যাম্পের ফরেস্টার নাসির, নৌকা চালক পলাশ ও মোবারকের দায়িত্বে অবহেলায় গত ১৮ এপ্রিল সুন্দরবনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার সুযোগ পেয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

“এ কারণে তাদের সাময়িক বরখাস্ত ও ক্যাম্প থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

এছাড়া সুন্দরবনে আগুন লাগার ঘটনায় গঠিত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কমিটি আগামী ১৪ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন।

গত ১৮ দিনের মধ্যে তিন দফায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি, পঁচাকোড়ালিয়া, আবাদুল্লাহর ছিলা ও নাপিতখালী এলাকার  আগুন ধরে প্রায় দশ একর বনভূমি পুড়ে যায়।