কিইভ কর্তৃপক্ষ বলেছে, সব ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
Published : 18 May 2023, 05:58 PM
ইউক্রেইনের রাজধানী কিইভে চলতি মাসে নবমবারের মতো ঝাঁকে ঝাঁকে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
কিইভ কর্তৃপক্ষ বলেছে, সব ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই জেলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভিন্নিতসিয়া, খমেলনিৎস্কি এবং জাইটোমিরের কেন্দ্রীয় পশ্চিমাঞ্চলেও।
সামগ্রিকভাবে রাতভর রাশিয়ার ছোড়া ৩০ টি ক্ষেপণাস্ত্রের ২৯ টিই গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেইনের বিমান বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।
কিইভে রাতের সর্বশেষ হামলায় রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নজরদারি ড্রোন ব্যবহার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেখানকার সামরিক প্রশাসন। বিবৃতিতে বলা হয়, কিইভে দফায় দফায় বিমান হামলা হয়েছে।
বিবিসি জানায়, গত মঙ্গলবার ইউক্রেইন বলেছে, তারা ৬ টি কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
কিইভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, হামলায় দারনিতিয়া এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
কিইভের বেসামরিক সামরিক প্রশাসন বলছে, কাস্পিয়ান সাগরে কৌশলগত বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি বলেন, হামলায় সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দফায় দফায় হামলার পর কিইভের আকাশে নজরদারি ড্রোন মোতায়েন করে রাশিয়া।
খেরসনের কাছেগত বুধবারের গোলা হামলায় পাঁচ বছরের শিশুসহ কমপক্ষে আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
ওদিকে, ইউক্রেইন ধীরে হলেও পাল্টা বড়ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এটি একরকম নিশ্চিত|
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেইনের সেনাবাহিনী অনেকখানি প্রস্তুতি নিয়ে নেওয়ার পর্যায়ে আছে।