যাত্রীদের মধ্যে ৮৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।
Published : 25 Oct 2023, 12:25 PM
ভূমধ্যসাগরের লাম্পেদুসা দ্বীপ থেকে সিসিলির পোর্তে ইমপেদোক্লেতে যাওয়ার সময় আগুন ধরে যাওয়া একটি ফেরি থেকে ২৭ নাবিকসহ ১৭৭ জনকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
শনিবার এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, ফেরিটির যাত্রীদের মধ্যে ৮৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন, তাদের লাম্পেদুসা থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
শুক্রবার গভীর রাতে ফেরিটির ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের উদ্ধারের সময় কোস্টগার্ড ওয়াটার জেট ব্যবহার করে ফেরিটির উত্তপ্ত হয়ে ওঠা কিছু অংশ ঠাণ্ডা করে।
তিনজন বাদে উদ্ধার পাওয়া সব যাত্রীদের কোস্টগার্ডের একটি জাহাজে করে পোর্তে ইমপেদোক্লেতে পাঠানো হয়। ওই তিনজন ফের লাম্পেদুসায় ফিরে গেছেন বলে জানা গেছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)