পর্তুগালে ছুরি হামলায় নিহত ২

রাজধানী লিসবনের ইসমাইলি সেন্টারে হামলা হয়। সন্দেহভাজন হামলাকারী আফগান বংশোদ্ভুত বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 01:21 PM
Updated : 28 March 2023, 01:21 PM

পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, ইসমাইলি সেন্টারে হামলা হয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে বড় একটি ছুরি ছিল। সে আফগান বংশোদ্ভুত বলে খবর পাওয়া গেছে।

পুলিশ হামলাকারীর পায়ে গুলি করেছে এবং তাকে আটক করেছে। হামলার উদ্দেশ্য কি ছিল তা স্পষ্ট জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ধর্মীয় কেন্দ্রে ঢোকার পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় হামলা হয়।

সিএনএন পর্তুগালের খবরে বলা হয়েছে, হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরি সেবা কর্মীদেরকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায় ছুরি হামলার নিহতদের পরিবারকে সহায়তা করছে।

পর্তুগীজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ মানুষজনকে ইসমাইলি কেন্দ্রের কাছের এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।

ওই কেন্দ্রের একজন কর্মী পর্তুগীজ এক নিউজ ওয়েবসাইটে বলেছেন, ঘটনাটি খুব দ্রুতই ঘটে গেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ হামলার ঘটনার তদন্ত করছে।