চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ২৯ অগাস্ট।
Published : 28 Jan 2024, 10:22 AM
চীনে পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজের বেশ কিছু দিন পর তাকে দায়িত্ব থেকে সরানোর ঘটনার রেশ না কাটতেই এবার হদিস নেই প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর। দুই সপ্তাহের বেশি সময় ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি।
তার এই অনুপস্থিতি বড় প্রশ্ন হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। গত সপ্তাহে শাংফু হঠাৎ করেই ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে তার একটি বৈঠক পিছিয়ে দেন। ৭-৮ সেপ্টেম্বরে ভিয়েতনামের আয়োজিত বার্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল চীনের প্রতিরক্ষামন্ত্রী শাংফুর। কিন্তু এর কয়েকদিন আগেই বেইজিং শাংফুর ‘স্বাস্থ্য সমস্যার’ কথা হ্যানয়কে জানানোর পর বৈঠক পিছিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ভিয়েতনামের দুই কর্মকর্তা।
গত জুলাইয়ে চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হওয়ার পরও বেইজিংয়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে তার স্বাস্থ্য সমস্যার কথাই বলেছিলেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ২৯ অগাস্ট। বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য রেখেছিলেন তিনি।
চীনে একের পর এক কর্মকর্তা নিখোঁজ হতে থাকায় জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিক রাহ ইমানুয়েল ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বেকার টুইটার) গত ৮ সেপ্টেম্বরে লেখেন, “প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হলেন, এরপর রকেট ফোর্স কমান্ডাররাও নিখোঁজ। আর এখন দু’সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই বেকারত্বের দৌড়ে কে জিতবে? চীনের তারুণ্য নাকি প্রেসিডেন্ট শি’র মন্ত্রিসভা?” সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)