ফিলিপিন্সের কালিঙ্গ প্রদেশের পাহাড় ঘেঁষা গ্রাম বুসকালানের বাসিন্দা আপো হোয়াং-ওড দেশের প্রাচীনতম ট্যাটুবিদ হিসেবে পরিচিত।
Published : 03 Apr 2023, 11:56 AM
ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ ফিলিপিন্স’র প্রচ্ছদে প্রবীণতম মডেল হয়ে রেকর্ড গড়েছেন ফিলিপিন্সের ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী আপো হোয়াং-ওড।
আদিবাসী এই শিল্পী কৈশোর থেকে এই বয়স পর্যন্ত ট্যাটু এঁকে ধরে রেখেছেন ঐতিহ্য। নিজের শরীর জুড়েও ট্যাটু এঁকেছেন তিনি। ভোগ ফিলিপিন্সের এপ্রিল সংস্করণের প্রচ্ছদমুখ হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে।
সিএনএন জানিয়েছে, স্থানীয়দের মধ্যে ‘মারিয়া অজ্ঞে’ নামে পরিচিত হোয়াং-ওডের ট্যাটু আঁকার হাতেখড়ি ষোল বছর বয়সে, তার বাবার কাছে। সেই থেকে এ বয়স পর্যন্ত তিনি ট্যাটু এঁকে চলেছেন।
ফিলিপিন্সের কালিঙ্গ প্রদেশের পাহাড় ঘেঁষা গ্রাম বুসকালানের বাসিন্দা হোয়াং-ওড দেশের প্রাচীনতম ট্যাটুবিদ হিসেবে পরিচিত। ওই অঞ্চলের ট্যাটু শিল্পীদের স্থানীয় ভাষায় বলা হয় ‘ম্যামবাবাটক’।
হোয়াং-ওড হাজার বছরের পুরনো ‘বাটোক’ পদ্ধতিতে ট্যাটু আঁকার জন্য বিখ্যাত। আদিবাসী ‘বুটবুট’ যোদ্ধারা শরীরে এ ধরনের ট্যাটু আঁকতেন।
ট্যাটু আঁকতে বাঁশের কঞ্চি, পামেলা গাছের কাঁটা, পানি এবং কাঠকয়লা ব্যবহার করেন হোয়াং-ওড।
ওডের হাতে ট্যাটু আঁকার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন বুসকালানের গ্রামে।
‘ভোগ ফিলিপিন্স’ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছে, প্রজন্মের শেষ ‘ম্যামবাবাটক’ হিসেবে হোয়াং-ওড এই ট্যাটু আঁকার মধ্য দিয়ে ‘কালিঙ্গ আদিবাসীর শক্তি, সাহস ও সৌন্দর্য্য’ ফুটিয়ে তুলেছন।
Apo Maria “Whang-Od” Oggay symbolizes the strength and beauty of the Filipino spirit.
— Vogue Philippines (@vogueph) March 30, 2023
Heralded as the last mambabatok of her generation, she has imprinted the symbols of the Kalinga tribe signifying strength, bravery & beauty on the skin.
Read more on https://t.co/2F1mJ5iQWG. pic.twitter.com/urVcA3g2Ek
হোয়াং-ওডের পরিবারে বংশপরম্পরায় ট্যাটু আঁকার রেওয়াজ চলে এসেছে। বাবার কাছ থেকে কাজ শেখা হোয়াং-ওড তার দুই নাতি এলিয়াং উইগান এবং গ্রেস প্যারিকাসকে কয়েকবছর ধরে কাজ শেখাচ্ছেন।
সিএনএন ট্রাভেলকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াং-ওড বলেন, “আমার বয়সী বা আমার সময়ের কোনো ট্যাটু শিল্পী আর বেঁচে নেই। একমাত্র আমি এখনও কাজ করে যাচ্ছি। পরের প্রজন্মকে কাজ শেখাচ্ছি, তাই আশা রাখছি ট্যাটু শিল্প টিকে থাকবে।“
১০৬ বছর বয়সী এই শিল্পী বলেন, “মানুষ যতদিন এখানে ট্যাটু আঁকাতে আসবে, ততদিন এই ঐতিহ্য টিকে থাকবে। আমার চোখের দৃষ্টি যতদিন থাকবে, আমি এঁকে যাব। দৃষ্টিশক্তি ঝাপসা হলে আঁকা বন্ধ করে দেব।“
ভোগ ফিলিপিন্সের প্রধান সম্পাদক বিয়া ভালদেন বলেন, “হোয়াং-ওডকে প্রচ্ছদে রাখার সিদ্ধান্ত প্রকাশনা কর্তৃপক্ষের। কারণ তিনি ফিলিপিনো সংস্কৃতির সুন্দর আদর্শের প্রতিনিধিত্ব করেন। আমরা বিশ্বাস করি, সৌন্দর্য্যের ধারণাটি বিকশিত হওয়া প্রয়োজন।“
এর আগে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে প্রবীণতম মডেল হওয়ার রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জুডি ডেঞ্চের দখলে। ২০২০ সালে ৮৫ বছর বয়সে ব্রিটিশ ভোগ প্রচ্ছদের মডেল হয়েছিলেন ডেঞ্চ।