রবার্ট হ্যানসেন ১৯৭৬ সালে তদন্ত ব্যুরোতে যোগ দেন আর ১৯৮৫ সাল থেকে সোভিয়েত ইউনিয়নকে গোপন তথ্য দেওয়া শুরু করেন, বলছে এফবিআই।
Published : 06 Jun 2023, 12:06 PM
সোভিয়েত ইউনিয়ন ও পরে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ে সাবেক এজেন্ট রবার্ট হ্যানসেনকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সোমবার ৭৯ বছর বয়সী সাবেক এই এজেন্টের লাশ মেলে বলে তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এফবিআই বলেছিল, তাদের ইতিহাসে আর কোনো চর হ্যানসেনের মতো এত ক্ষতি করতে পারেনি।
সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার হয়ে ২০ বছরের বেশি গুপ্তচরবৃত্তির দোষ স্বীকার করে নেওয়ার পর ২০০২ সালে হ্যানসেন আজীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন।
সোমবার সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়ার পর কলোরাডোর ফ্লোরেন্সের কারাগারের কর্মীরা তার জ্ঞান ফেরাতে নানান ব্যবস্থা নিয়েও সফল হতে পারেনি, এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজনস।
সাবেক ওই এফবিআই এজেন্টের মৃত্যুর কারণ বলেনি তারা।
এফবিআই ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, হ্যানসেন ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের এই তদন্ত ব্যুরোতে যোগ দেন আর ১৯৮৫ সাল থেকে তিনি সোভিয়েত ইউনিয়নকে গোপন তথ্য দেওয়া শুরু করেন।
গোপন নথি ও গোয়েন্দা কৌশল, বিপুল সংখ্যক এজেন্টের পরিচয় ফাঁস করার বিনিময়ে তিনি ২০০১ সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত নগদ অর্থ, ব্যাংক তহবিল ও হীরা মিলিয়ে ১৪ লাখ ডলারের বেশি পেয়েছিলেন, বলছে এফবিআইয়ের ওয়েবসাইট।
কয়েক বছরের চেষ্টার পর তাকে ধরতে পারে এফবিআই; গ্রেপ্তারের আগের কয়েক সপ্তাহ তার বিরুদ্ধে তদন্ত ও নজরদারিতে ব্যুরোর প্রায় ৩০০ সদস্য ব্যস্ত ছিলেন।
পরে ভার্জিনিয়া শহরতলীর একটি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।