রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্রচুক্তি নিয়ে পুতিনের সঙ্গে কিমের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Published : 06 Feb 2024, 04:24 PM
সঙ্গোপনেই রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন; সেখানে তিনি বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সবারই কৌতূহল বৈঠকটি হবে কোথায়?
কিমের ট্রেন ভ্লাদিভোস্তক শহর থেকে আরও উত্তরে এগুচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে বৈঠকটি ঠিক কোথায় হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। সম্ভাব্য একটি স্থান নিয়ে গুঞ্জন চলছে, তা হচ্ছে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের মহাকাশ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোম।
এই মহাকাশ কেন্দ্রটির অবস্থান রাশিয়ার চীন সীমান্তের কাছে। এটিই রাশিয়ার প্রথম বাণিজ্যিক মহাকাশ কেন্দ্র। কয়েকটি বিদেশি গণমাধ্যমও কিম-পুতিন বৈঠকের স্থান হিসাবে এই মহাকাশ কেন্দ্রের কথাই উল্লেখ করেছে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্রচুক্তি নিয়ে পুতিনের সঙ্গে কিমের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভস্তোচনি কসমোড্রোমে বৈঠক হলে উত্তর কোরিয়ার নেতার কিছু সুবিধা হতে পারে, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়ে। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)