এ আয়োজন চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
Published : 09 Dec 2023, 05:49 PM
ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে ‘প্যারিস ফ্যাশন উইক ২০২৩’। ফ্যাশনের সঙ্গে সঙ্গে সেখানে বসেছে বিভিন্ন অঙ্গনের তারকাদের মেলা।
এবারের আয়োজনে আলোচনার জন্ম দিয়েছে বিখ্যাত ব্র্যান্ড ‘ডিও’র নতুন সব ডিজাইন। ‘ডিও’র ডিজাইনার মারিয়া গ্রাৎসিয়া কিউরি মঙ্গলবার নিজের ‘বসন্তের কালেকশন’ উন্মোচন করেছেন। ফ্যাশন, ট্রেন্ড সব কিছুই যেন নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি।
কিউরি বলেছেন, নারীর ছক বাঁধা ভাবনাগুলোকে তিনি নতুন চোখে দেখার চেষ্টা করেছেন এবং তাদের রুচি অনুযায়ী পোশাক বেছে নিতে উৎসাহ যুগিয়েছেন।
“আমি হলুদ ও গোলাপী রঙ ব্যবহার করেছি। এ রঙগুলো সাধারণত হাইলাইটার কলমের জন্য ব্যবহার করা হয়। আমি সেই বার্তাটি তুলে ধরতে চেয়েছি, যা ৭০ বছর ধরে নারীদের খাঁচায় বন্দি করে রেখেছে।”
কিউরি মডেলদের স্কার্টগুলোকে হালকা করতে বিশেষ বুনন কৌশল ব্যবহার করেছেন। তার ডিজাইন করা কিছু পোশাক আইভরি নিট ফেব্রিক থেকে তৈরি করা হয়েছে। এছাড়া কিছু চওড়া জ্যাকেট ও রাফল ড্রেস ছিল, যার রঙ বিবর্ণ দেখাচ্ছিল, যেন তারা সময়ের সাথে সাথে পুরানো হয়ে গেছে।
কিউরি বলেন, সময়ের সাথে সাথে উপাদানে পরিবর্তন আসার ধারণাটি ভাবতে তার ভালো লাগে।
‘প্যারিস ফ্যাশন উইক ২০২৩’ আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)