আতশবাজি পোড়ানোর সময় আগুন লেগে একটি বড় হলরুমে ছড়িয়ে পড়ে।
Published : 12 Dec 2023, 01:53 PM
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভে একটি বিয়ের আসরে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় দেড়শ মানুষ।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে আল হামদানিয়া জেলায় ঘটনাটি ঘটে।
নিনেভের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক রয়টার্সকে বলেছেন, এ অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম অন্তত ১০০ জনের মৃত্যু এবং দেড়শ জনের আহত হওয়ার খবর দিয়েছে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, বিয়ের উৎসবে আতশবাজি পোড়ানোর সময় আগুন লেগে একটি বড় হলরুমে ছড়িয়ে পড়ে।
বুধবার ভোররাতেও আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা।
আগুন থেকে বেঁচে যাওয়া ইমাদ জোহানা (৩৪) বলেন, “আমরা আগুন জ্বলতে দেখলাম। যারা পেরেছে বের হয়ে এসেছে, আর যারা পারেনি, তারা আটকা পড়ে যায়। যারা বের হতে পেরেছে তারাও ভেঙে পড়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় পৌনে ১১টার দিকে ভবনটিতে যখন আগুন লাগে, ভেতরে তখন কয়েকশ অতিথি ছিলেন।
ঘটনাস্থল থেকে রয়টার্সের এক সাংবাদিকের পাঠানো ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা ভবনটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের উপর উঠছেন, আর সেখান থেকে ধোঁয়া উঠছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাতে জানানো হয়েছে, ভবনটি অত্যন্ত দাহ্য উপদান দিয়ে তৈরি এবং সাজানো ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে।
ইরাকের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও দেশটির আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের পাঠানো হয়েছে। সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)