আহতদের কারও আঘাতই প্রাণ সংহারী নয়, জানিয়েছে হেলসিঙ্কির হাসপাতাল কর্তৃপক্ষ।
Published : 11 May 2023, 05:23 PM
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির কাছে এসপো শহরে একটি অস্থায়ী পদচারী সেতু ধসে পড়ার ঘটনায় ২৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে কারও আঘাতই প্রাণ সংহারী নয়, জানিয়েছে হেলসিঙ্কির হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার যে শিশুরা আহত হয়েছে, তারা অষ্টম শ্রেণি পড়ুয়া একটি গ্রুপের অংশ, যারা শিক্ষাসফর শেষ করে ফিরছিল, শিক্ষাসফরে থাকা এক শিক্ষার্থীর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফিনিশ দৈনিক হেলসিংগিং সানোমাত।
তথ্য দেওয়া ওই শিক্ষার্থী আহতদের মধ্যে নেই, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ বলছে, ওই এলাকায় নির্মাণ কাজ চলায় প্লাইউড দিয়ে অস্থায়ী সেতুটি বানানো হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের ছবিতে অন্তত ৫ জনকে মাটিতে শুয়ে থাকতে এবং উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে।