“দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে তা ধীরে ধীরে জোরাল হবে,” লেখেন কিম।
Published : 17 Jan 2024, 04:24 PM
চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করে প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ রোববার এ খবর জানিয়েছে।
এ মাসে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি’র পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম জং-উন ওই চিঠি লিখেছেন। শি তার পাঠানো অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
শির এই বার্তার জবাবে বৃহস্পতিবার পাঠানো চিঠিতে কিম লেখেন, “আমি বিশ্বাস করি… ডিপিআরকে (উত্তর কোরিয়া)-চীন বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কে নতুন যুগের সূচনা করা প্রয়োজন এবং দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে তা ধীরে ধীরে জোরাল হবে।” সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)