লেবাননের গণমাধ্যম বলেছে, বেশ কয়েকটি গ্রামে হামলা হয়েছে। বাড়িঘরে আগুন জ্বলছে।
Published : 14 Feb 2024, 08:39 PM
ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং কয়েকজন আহত হওয়ার পর লেবাননের ভূখন্ডে ‘দফায় দফায় ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল।
লেবাননের গণমাধ্যম বলেছে, বেশ কয়েকটি গ্রামে হামলা হয়েছে। বাড়িঘরে আগুন জ্বলছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা লেবাননের হিজবুল্লাহ গেরিলারা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এই হামলার দায় স্বীকার করেনি।
গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহরা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নিয়মিতই গোলাগুলি চালিয়ে আসছে।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক্স প্লাটফর্মে বলেন, “জঙ্গি বিমান লেবাননের ভূখন্ডে ঢেউয়ের মতো ব্যাপক হামলা শুরু করেছে।”
আগামী আরও কয়েক ঘণ্টায় আইডিএফ বিমান হামলার সর্বশেষ তথ্য আরও সবিস্তারে জানাবে বলে জানান হ্যাগারি।
আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর কমান্ড সেন্টার লক্ষ্য করে লেবানন থেকে হামলা করা হয়েছিল। ভিডিও তে দেখা যায়, একটি রকেট একটি হাসপাতালের গেটের কাছে গিয়ে পড়ে।