লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাকিংহাম প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের চুম্বনের মধ্য দিয়ে শেষ হলো রাজকীয় এ বিয়ের আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ সময় শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবি চার্চে মহাসমারোহে বিয়ে হয় কেট ও উইলিয়ামের। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে বাকিংহামে পৌঁছান নবদম্পতি।
বাকিংহামের বারান্দায় দাঁড়িয়ে কেট ও উইলিয়াম প্রাসাদের বাইরে জড়ো হওয়া কয়েক হাজার মানুষকে অভিবাদন জানান। সে সময় পরস্পরকে দুবার চুম্বন করেন তারা।
বাকিংহামে সাড়ে ছয়শ' অতিথির জন্য দুপুরের খাবার আয়োজন করেন রাণী। এ ভোজসভা শেষে রাণী ও ডিউক অব এডিনবরা এক সপ্তাহের জন্য প্রাসাদ ছেড়ে যাবেন।
ভোজসভার পর রাজপরিবারের সদস্যদের তিনশ' ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয় থেকে যাবেন পরবর্তী অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস সন্ধ্যায় ডিসকো পার্টি এবং রাতে আনুষ্ঠানিক 'ব্ল্যাক টাই ডিনার'র আয়োজন করছেন।
১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ের পর এটাই ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জাকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান।
১৯৯৬ সালে চার্লসের সঙ্গে ছাড়াছাড়ির এক বছরের মাথায় প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে মারা যান ডায়ানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৪৬ ঘ.