তবে এই আশীর্বাদ গির্জার নিয়মিত আচার-অনুষ্ঠানের অংশ বা নাগরিক ইউনিয়ন বা বিবাহের সাথে সম্পর্কিত হওয়া উচিত নয় বলে মত ভ্যাটিকানের।
Published : 19 Dec 2023, 12:33 PM
রোমান ক্যাথলিক যাজকদের সমলিঙ্গ জুটিদের আশীর্বাদ করার অনুমতি দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
পোপের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রোমান ক্যাথলিক গির্জায় এলজিবিটি (নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী) মানুষদের জন্য বড় ধরনের অগ্রগতি।
রোমান ক্যাথলিক চার্চের নেতা পোপ ফ্রান্সিস বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সমকামী এবং ‘অনিয়মিত’ জুটিদের আশীর্বাদ করার অনুমতি যাজকদের দেওয়া উচিত।
তবে ভ্যাটিকান থেকে এ বিষয়ে বলা হয়েছে, আশীর্বাদ গির্জার নিয়মিত আচার-অনুষ্ঠানের অংশ বা নাগরিক ইউনিয়ন বা বিবাহের সাথে সম্পর্কিত হওয়া উচিত নয়।
“ভ্যাটিকান এখনো একজন পুরুষ এবং একজন নারীর মধ্যেই কেবল বিবাহ হতে পারে এই মতাদর্শে বিশ্বাস রাখে।”
বিবিসি জানায়, ভ্যাটিকান থেকে সোমবার পোপ ফ্রান্সিসের অনুমোদন প্রাপ্ত একটি নথি প্রকাশ করা হয়। বলা হয়, এটাকে ‘ঈশ্বর সবাইকে স্বাগত জানান’ এর প্রতীক বলে ধরে নেওয়া উচিত। তবে সমলিঙ্গ জুটিকে আশীর্বাদ করার ক্ষেত্রে যাজকদের অবশ্যই প্রতিটি ঘটনা আলাদা আলাদা ভাবে বিবেচনা করতে বলা হয়েছে।
সমলিঙ্গ জুটির বিয়েতে এখনো অনুমোদন না দিলেও পোপের সোমবারের সিদ্ধান্তকে এলজিবিটি কমিউনিটির প্রতি ক্যাথলিক চার্চের দৃষ্টিভঙ্গি নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২০২১ সালে পোপ ফ্রান্সিস বলেছিলেন, যাজকরা সমকামী বিয়েতে আশীর্বাদ করতে পারবেন না। কারণ ঈশ্বর ‘পাপকে আশীর্বাদ’ করেন না।
এর আগে কয়েকটি দেশের বিশপরা সে দেশের যাজকদের সমকামী জুটিদের আশীর্বাদ করার অনুমতি দিয়েছেন। তবে সেখানে সমকামী বিয়ে বিষয়ে গির্জা কর্তৃপক্ষের অবস্থানে পরিবর্তন এসেছে কিনা তা স্পষ্ট করে জানা যায়নি।