ওই নারীর অস্ত্রোপচার হয়েছিল ২০২০ সালে। আর যন্ত্রটি পেট থেকে বের করা হয় ২০২১ সালে।
Published : 14 Feb 2024, 10:29 AM
নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর সন্তান প্রসবের সময় তার তলপেটে খাবারের প্লেট আকৃতির একটি যন্ত্র থেকে গিয়েছিল। ১৮ মাস পর তা বের করা হয়েছে। নরম স্বচ্ছ প্লাস্টিকের তৈরি টিউবের মতো এই যন্ত্র পেটে থেকে যাওয়ায় এতদিন তীব্র ব্যথায় ভুগছিলেন ওই নারী। গিয়েছিলেন অনেক চিকিৎসকের কাছেও। পরে সিটি স্ক্যানে বিষয়টি ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গেই সেটি অপসারণ করা হয়।
ওই নারীর অস্ত্রোপচার হয়েছিল ২০২০ সালে। আর যন্ত্রটি পেট থেকে বের করা হয় ২০২১ সালে। অস্ত্রোপচারে যারা জড়িত ছিলেন, তারা এতবড় যন্ত্র পেটে কীভাবে রয়ে গেল, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
নিউ জিল্যান্ডের ‘হেলথ এন্ড ডিজঅ্যাবিলিটি’ বিষয়ক কমিশনার মোরাগ ম্যাকডোয়েল বলেছেন, রোগী হাসপাতালটিতে যথাযথ মানের সেবা পাননি। অস্ত্রোপচারে যত্ন ও দক্ষতায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন চিকিৎসকরা।
এমন ঘটনা এটিই প্রথম নয়। অকল্যান্ডের হাসপাতালে দুই বছরের মধ্যে রোগীর পেটে এমন যন্ত্র থেকে যাওয়ার দ্বিতীয় ঘটনা এটি, বলেছেন ম্যাকডোয়েল। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)