২০১৮ সালের মার্চের পর এবারই প্রথম সবচেয়ে বেশি ঘনত্বের ধূলিকণা সাহারা থেকে উড়ে এসেছে, বলছেন কর্মকর্তারা।
Published : 24 Apr 2024, 09:23 PM
আফ্রিকা ছেড়ে ইউরোপে চলে গেছে সাহারা মরুভূমির ধূলো। আর এতেই কমলা রঙ ধারণ করেছে গ্রিসের রাজধানী এথেন্সের আকাশ।
২০১৮ সালের ২১-২২ মার্চের পর এবারই প্রথম সবচেয়ে বেশি ঘনত্বের ধূলিকণা সাহারা থেকে উড়ে এসেছে, বলছেন কর্মকর্তারা। বিশেষত ক্রেট দ্বীপ এই ধূলোর মেঘে ছেয়ে গেছে।
মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতে একইরকম মেঘে ছেয়েছিল গ্রিসের আকাশ। সেই ধূলোর মেঘে ঢাকা পড়ে সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সেরও বেশ কিছু এলাকা। বুধবার আকাশ পরিষ্কার হওয়া শুরু করতে পারে বলে আশা করছে গ্রিসের আবহাওয়া দপ্তর।
গ্রিকদের যাদের শ্বাসনালির সমস্যা আছে, তাদেরকে বাইরে সময় কম কাটানো, সুরক্ষা মাস্ক পরতে বলা হয়েছে এবং ধুলোর মেঘ না কাটা পর্যন্ত শারিরীক অনুশীলন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাহারায় প্রতি বছর ৬ কোটি থেকে ২০ কোটি টন খনিজ ধূলা হয়। এর বেশিরভাগই মাটিতে নেমে এলেও কিছু সূক্ষ্ম কণা অনেক দূর পর্যন্ত ভেসে যেতে পারে। কখনও কখনও তা ইউরোপে পৌঁছে যায়।
সাহারার ধুলোর মেঘ এবং উচ্চ তাপমাত্রার কারণে বিশেষত, দক্ষিণ গ্রিসের বায়ুমন্ডল শ্বাসরুদ্ধকর হয়ে পড়েছে।
আবহাওয়াবিদ কোস্টাস লাগোভারদোস একটি আবহাওয়া কেন্দ্র থেকে আকাশে রঙিন এই ধোঁয়াশা দেখতে মঙ্গলগ্রহের লাল আকাশের মতো বলে মন্তব্য করেছেন।
উচ্চ তাপমাত্রার কারণে গত ২৪ ঘণ্টায় গ্রিসে ২৫ টি স্থানে দাবানল দেখা দেওয়ার খবর মঙ্গলবার জানিয়েছে দমকল বিভাগ।
তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ায় দেশটির একটি নৌঘাঁটির কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে বাড়িঘর, কিন্ডারগার্টেন স্কুলও খালি করতে হয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় কয়েকটি খবরে।
সাহারা থেকে ধুলো উড়ে এসে ইউরোপজুড়ে ছেয়ে যাওয়া অস্বাভাবিক কোনও বিষয় নয়। এই ধূলোর মেঘের ঘনত্বও সময়ে সময়ে কমবেশি হতে পারে। বসন্ত এবং শরতে এমন ধোঁয়াশা হয়ে থাকে প্রায়ই।
এবারে পূর্ব ভূমধ্যসাগরজুড়ে ধূলোর মেঘে ধোঁয়াশা সৃষ্টি হয় লিবিয়ার একটি এলাকায় লঘুচাপের কারণে তীব্র দক্ষিণমুখী বাতাসের কারণে। এ বাতাসেই ঘন ধূলাবালি উত্তর আফ্রিকা থেকে উড়ে যায় গ্রিসে।
দক্ষিণমুখী এই বাতাস মরুভূমির লু হওয়াও সঙ্গে নিয়ে এসেছে। ফলে এপ্রিলের শেষ দিকে এসে গ্রিসের মূল ভূখণ্ড এবংদ্বীপগুলোতে তাপমাত্রা গড়ের ওপরে উঠে গেছে। ক্রেট দ্বীপে তাপমাত্রা ৩৬ দশমিক ৬ এ দাঁড়িয়েছে।
বুধবার সবচেয়ে বেশি ঘনত্বের ধূলা কেন্দ্রীভূত থাকবে আরও পূর্বের দিকের আকাশে। সপ্তাহের শেষ দিকে পূর্ব ভূমধ্যসাগরে আবার পরিষ্কার বাতাস ফিরে আসবে এবং তামপাত্রাও আবার স্বাভাবিক হবে।