জুলাই মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা যে বিদেশি মুদ্রা ব্যয় করেছেন, তার ১৬ দশমিক ৯২ শতাংশই খরচ হয়েছে ভারতে।
Published : 28 Jan 2024, 11:18 AM
কাগুজে ডলারের অপ্রতুলতায় বিদেশে গিয়ে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা খরচের পরিমাণ বেড়েই চলেছে বাংলাদেশিদের। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫১১ কোটি ৮০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করেছেন। গত জুন মাসে এর পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৩০ লাখ টাকা।
অন্যদিকে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকরা গত জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৯১ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা। এই অংক আগের মাস জুনের চেয়ে ২ দশমিক ১১ শতাংশ কম। বিদেশে বাড়লেও জুলাই মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ জুনের চেয়ে ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। জুন মাসে যেখানে খরচ হয়েছিল দুই হাজার ৪১৩ কোটি ৩০ লাখ টাকা, জুলাইয়ে তা দুই হাজার ৩৪১ কোটি ৯০ লাখ টাকায় নেমেছে
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা যে বিদেশি মুদ্রা ব্যয় করেছেন, তার ১৬ দশমিক ৯২ শতাংশই খরচ হয়েছে ভারতে। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৩ দশমিক ৮৩ শতাংশ, সৌদি আরবে ১১ দশমিক ৪২ শতাংশ, থাইল্যান্ডে ৯ দশমিক ২২ শতাংশ, সিঙ্গাপুরে ৭ দশমিক ৭১ শতাংশ ব্যয় হয়েছে।
দেশের বাইরে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি, ৩০ দশমিক ৮২ শতাংশ অর্থ খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরের কেনাকাটায়।
এছাড়া বিভিন্ন ধরনের খুচরা পণ্য কিনে ১৫ দশমিক ৬২ শতাংশ, ওষুধ কেনায় ১১ দশমিক ৯৩ শতাংশ, পোশাকে ৯ দশমকি ৪৬ শতাংশ, যাতায়তে ৭ দশমিক ৯২ শতাংশ ব্যয় হয়েছে। আর ৭ দশমিক ৮৪ শতাংশ অর্থ তোলা হয়েছে নগদ হিসেবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)