যুক্তরাষ্ট্রে ব্ল্যাকহক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৯

১০১তম এয়ারবোর্ন ডিভিশনের এই হেলিকপ্টার দুটি গত বুধবার ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছে প্রশিক্ষণ মিশনে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2023, 03:26 PM
Updated : 30 March 2023, 03:26 PM

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন কর্মকর্তারা।

 বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ট্রিগ কাউন্টিতে ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের এই হেলিকপ্টার দুটি ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছে প্রশিক্ষণ মিশনে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

 এতে ৯ সেনা সদস্যর মৃত্যু হয়েছে জানিয়ে সামরিক কর্মকর্তারা বলেছেন, “সত্যিই মর্মান্তিক ক্ষতি হল।”

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কি তা স্পষ্ট নয়। কী ঘটেছিল তা জানতে তদন্ত চলছে।

১০১তম এয়ারবোর্ন ডিভিশন মার্কিন সেনাবাহিনীর একটি আক্রমণ ডিভিশন যা ‘স্ক্রিমিং ঈগলস’ নামে পরিচিত। এটি সেনাবাহিনীটির একমাত্র আক্রমণ ডিভিশন তাদের বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠানো হয়।