সাগর তলে টাইটানিক ধ্বংসাবশেষের প্রথম পূর্ণাঙ্গ ছবি

দুটি অংশে বিভক্ত ধ্বংসাবশেষে জাহাজের অগ্রভাগের অংশটি ছবিতে একেবারে স্পষ্ট, যা দেখে মনে পড়বে টাইটানিক সিনেমায় দেখানো নায়ক-নায়িকার প্রেমময় সেই দৃশ্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 06:46 AM
Updated : 18 May 2023, 06:46 AM

শতবর্ষ আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের সম্পূর্ণ ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান ছবি প্রকাশ পেয়েছে; ফলে সাড়ে ১২ হাজার ফুট গভীরে পড়ে থাকা জাহাজটিকে এমন রূপে দেখা যাচ্ছে, যা মানুষ আগে কখনো দেখেনি। গভীর সাগরের ম্যাপিং করে পুরো ধ্বংসাবশেষের এই অনন্য থ্রিডি ভিউ তৈরি করা হয়েছে, যা দেখে মনে হতে পারে টাইটানিকের চারপাশের পানি একেবারে শুকিয়ে ফেলা হয়েছে।

দুটি অংশে বিভক্ত ধ্বংসাবশেষে জাহাজের অগ্রভাগের অংশটিও একেবারে স্পষ্ট, যা দেখে মনে পড়বে টাইটানিক সিনেমায় দেখানো নায়িক-নায়িকার প্রেমময় সেই দৃশ্য। ১৯১২ সালে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায় বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল টাইটানিক, প্রাণ গিয়েছিল দেড় হাজার মানুষের।

বিবিসি লিখেছে, ১৯৮৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কার হওয়ার পর থেকে সেটি ঘিরে ব্যাপক অনুসন্ধান হয়েছে। কিন্তু সাগরের তলদেশে গভীর অন্ধকারে ক্ষয়িষ্ণু জাহাজটির কিছু স্ন্যাপশটই কেবল দেখা গেছে ক্যামেরায় তোলা ছবিতে। পুরো জাহাজটি এর আগে কখনোই একবারে দেখা যায়নি।

ম্যাগেলান লিমিটেড নামের একটি গভীর-সমুদ্র ম্যাপিং কোম্পানি এবং আটলান্টিক প্রোডাকশন কোম্পানি মিলে ২০২২ সালে ধ্বংসাবশেষের এই স্ক্যান ছবি তৈরি করেছে। ধ্বংসাবশেষের দৈর্ঘ্য-প্রস্থ জরিপ করতে ডুবোজাহাজে বিশেষজ্ঞ দলের ২০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রত্যেক কোণ থেকে ৭ লাখের বেশি ছবি নেওয়ার পর একটি পূর্ণাঙ্গ থ্রিডি ভিউ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শতবর্ষ আগে দুর্বিষহ এক রাতে টাইটানিকের ঠিক কী হয়েছিল, সেই ব্যাপারে নতুন কিছু জানার পথ খুলবে।