রাতারাতি এ জুটি স্থানীয়দের কাছে তারকা বনে গেলেও বাধ সাধেন বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তারা।
Published : 26 Jan 2024, 03:50 PM
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের রেইনবো বে সৈকতে নিজের পোষা সাপকে নিয়ে সার্ফিং করার কারণে ২,৩২২ অস্ট্রেলীয় ডলার জরিমানা গুনতে হয়েছে এক ব্যক্তিকে।
এমাসের শুরুতে অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আইগর ফিউজা নামে ওই ব্যক্তিকে তার পোষা সাপ শিভাকে নিয়ে সার্ফিং করতে দেখা যায়।
রাতারাতি এ জুটি স্থানীয়দের কাছে তারকা বনে গেলেও বাধ সাধেন বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তারা।
তারা বলেন, শিভাকে জনসমাগমে নিয়ে গিয়ে তার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিলেন ফিউজার। একইসঙ্গে তিনি সাপ পোষার অনুমতির শর্তও লঙ্ঘন করেছেন। যে কারণে কুইন্সল্যাণ্ডের পরিবেশ ও বিজ্ঞান অধিদপ্তর তাকে জরিমানা করেছে। বলেছে, বন্য পোষাপ্রাণীকে জনসম্মুখে নিলে সেগুলো ‘আতঙ্কিত হয়ে পড়ে’ এবং অস্বাভাবিক আচরণ করে।
এ বিষয়ে ফিউজার যুক্তি, তিনি এর আগে অন্তত ১০ বার শিভাকে সমুদ্রে নিয়ে গিয়ে সার্ফিং করেছেন। প্রাণীটি এ কাজ পছন্দ করে।
তিনি বলেন, “শিভা পানি পছন্দ করে। যে কারণে আমি তাকে সব সময় সৈকতে নিয়ে যাই। একদিন আমি তাকে সার্ফিংয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং সে খুবই উপভোগ করেছে।”
সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)