গত বৃহস্পতিবার কারেন ন্যাশনাল ইউনিয়নের নেতৃত্বাধীন জান্তা বিরোধী বাহিনী মিয়ানমারের সেনাদের হটিয়ে থাই সীমান্ত শহর মায়াওয়াদ্দি দখল করেছিল।
Published : 15 Apr 2024, 10:17 PM
থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াওয়াদ্দি শহরে মিয়ানমারের সেনাবাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)।
গত বৃহস্পতিবার কেএনইউ এর নেতৃত্বাধীন জান্তা বিরোধী বাহিনী মিয়ানমারের সেনাদের হটিয়ে এই সীমান্ত শহরটি দখল করেছিল।
মিয়ানমারের সেনারা আবার মায়াওয়াদ্দি শহরের দখল নিতে অগ্রসর হলে তাদের রুখে দেওয়া হয়েছে বলে জানাল কেএনইউ।
এক সাক্ষাৎকারে কেএনইউ এর মুখপাত্র সাউ তাউ নী বলেছেন, সেনাবাহিনী গত কয়েক দিন ধরে মায়াওয়াদ্দি শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কিন্তু লড়াই করে তাদেরকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “মায়াওয়াদ্দিতে আসা সহজ নয়। তারা অনেক প্রতিকূলতার মুখে পড়বে। কেএনইউ বাহিনী জান্তা সেনাদের অগ্রগতি ঠেকাচ্ছে এবং প্রতিহত করছে।”
বিদ্রোহীদের এই দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমার জান্তা সরকারের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্যের জন্য করা ফোন কলে সাড়া দেননি।
কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর মুখপাত্র সাউ তাউ নী বলেছেন, শুক্রবার থাই সীমান্ত থেকে পশ্চিম অভিমুখী প্রধান এশীয় মহাসড়ক ১-এর দুটি গ্রাম কাওকারেইক এবং কাও নুয়েতে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই হয়েছে।
যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তথ্য জানিয়ে নী বলেন, লড়াইয়ে জান্তা বাহিনীতে হতাহত হয়েছে প্রায় ১০০ জন। তাদের একটি সাঁজোয়া যান এবং সামরিক ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
মিয়ানমারের সেনাশাসিত সরকার বেশ কয়েকটি অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। জান্তা বাহিনী সীমান্ত অঞ্চলের অনেকগুলো লড়াইয়ে পরপর পরাজয় বরণ করেছে।