আইনটি কার্যকর হলে দোষী ব্যক্তিদের জেল-জরিমানা হতে পারে।
Published : 10 Feb 2024, 04:24 PM
‘চীনা জনগণের চেতনার জন্য ক্ষতিকর’ বক্তব্য এবং পোশাক নিষিদ্ধের প্রস্তাব রেখে একটি খসড়া আইন উত্থাপনের পর চীনে জোর বিতর্ক শুরু হয়েছে। আইনটি কার্যকর হলে দোষী ব্যক্তিদের জেল-জরিমানা হতে পারে।
আইন বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা খসড়া ওই বিলের বিষয়ে আরো স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আইনটির অপব্যবহার রোধ করা যায়।
চীন সম্প্রতি তাদের জননিরাপত্তা আইনে প্রস্তাবিত পরিবর্তনের একটি অংশ প্রকাশ করেছে। কয়েক দশকের মধ্যে এই প্রথম জননিরাপত্তা আইন সংস্কার করতে চলেছে দেশটি।
তার মধ্যে পোশাক বিষয়ে প্রস্তাবিত আইনটি নিয়ে জনগণ দ্রুত তাদের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। অনলাইনে অনেকেই সমালোচনা করে একে ‘বাড়াবাড়ি’ এবং ‘অযৌক্তিক’ বলেছেন।
খসড়া প্রস্তাবে ‘চীনা জাতির চেতনাকে ক্ষুণ্ন করে বা অনুভূতিতে আঘাত করে’ এমন পোশাক এবং প্রতীক পরা বা অন্যদের পরতে বাধ্য করলে দোষীদের ১৫ দিনের কারাদণ্ড বা পাঁচ হাজার ইউয়ান পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। বক্তব্যের বেলাতেও একই শাস্তির বিধান রাখা হয়েছে। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)