কাঠমিস্ত্রির ভূমিকায় রাহুল গান্ধী

“ভারত জোড়ো যাত্রা এখনও চলছে,”বলছে কংগ্রেস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:16 AM
Updated : 7 Nov 2023, 10:16 AM

ভারতের রাজধানী দিল্লির কীর্তি নগর ফার্নিচার মার্কেটে বৃহস্পতিবার হঠাৎ করেই হাজির হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোনেন কাঠমিস্ত্রিদের সুবিধা-অসুবিধার কথা। নিজের হাতে কিছু কাঠের কাজও করেন।

আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন। অতি সম্প্রতি এ নিয়ে তৃতীয়বার রাহুল দিল্লিতে হঠাৎ করে বাজারে হাজির হয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন।

গত মাসে তিনি এভাবেই আজাদপুর মান্ডিতে গিয়ে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলেন। আর কয়েকদিন আগে তিনি আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে গিয়ে সেখানে বিক্ষোভরতদের সঙ্গেও কথা বলেন।

বৃহস্পতিবার এক্স এ পোস্টে রাহুল লেখেন, “আজ আমি দিল্লির কীর্তি নগরে এশিয়ার বৃহত্তম ফার্নিচার মার্কেটে গিয়ে কাঠমিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করেছি। কঠোর পরিশ্রমী হওয়া ছাড়াও তারা এক একজন আশ্চর্যজনক শিল্পী-স্থায়িত্ব ও সৌন্দর্য খোদাই বিষয়ে বিশেষজ্ঞ।”

সেখানে রাহুল কাঠের কাজ করছেন এমন একটি ছবি এক্স এ পোস্ট করে কংগ্রের পক্ষ থেকে বলা হয়, “ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।”সংবাদ সূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)