মিয়ানমারের জান্তা শাসকদের প্রভাবশালী মিত্র চীন।
Published : 06 Jan 2024, 09:18 PM
মিয়ানমার-চীন সীমান্তে বাড়তে থাকা বিশৃঙ্খলা এবং মিয়ানমার থেকে টেলিযোগাযোগ মাধ্যমে চীনা নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবেলায় মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেইজিংয়ের কর্মকর্তারা।
চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বৃহস্পতিবার মিয়ানমার সফরে যান এবং শনিবার পর্যন্ত সেখানে অবস্থান করেন। সেখানে তিনি জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা কিভাবে সীমান্তে স্থিতিশীলতা আনা যায় এবং প্রতারক চক্রকে ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন বলে জানা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের জান্তা শাসকদের প্রভাবশালী মিত্র চীন।
এদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলের চীন সীমান্তবর্তী শান রাজ্যের সীমান্তঘেঁষা শহর লুক্কাইয়ের দখল নেওয়ার দাবি করেছে দেশটির জান্তা বিরোধী বিদ্রোহী জোট। শুক্রবার রাতে বিদ্রোহী জোটের পক্ষ থেকে এমন দাবি করা হয়। শহরটি অনলাইন প্রতারণার এলাকা হিসেবে পরিচিত। বিদ্রোহীদের নতুন এ শহর দখল জান্তা সরকারের জন্য একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে।
২০২১ সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশটির জান্তা বাহিনী। অভ্যুত্থান রক্তপাতহীন হলেও সামরিক শাসনের প্রতিবাদ শুরু হলে মিয়ানমারজুড়ে রক্তপাত বেড়ে যায়। জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো জোট বেঁধে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
এত শত শত মানুষ নিহত হয়েছে, গৃহহীন হয়েছে হাজারো মানুষ।