কানাডায় পথচারীদের ওপর উঠে গেল পিকআপ ভ্যান, নিহত ২

কেন এ ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশের মুখপাত্র হেলেন সেন্ট-পিয়েরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 09:12 AM
Updated : 14 March 2023, 09:12 AM

কানাডার কিবেকে আমকোই শহরে কভার্ড ভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত ও আরও নয়জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

সোমবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কেন এ ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশের মুখপাত্র হেলেন সেন্ট-পিয়েরে। পিকআপ ভ্যানটির ৩৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার আনুমানিক বিকাল ৩টার দিকে পুলিশ আমকোইয়ের একটি সড়কে ভ্যানের ধাক্কায় পথচারীদের হতাহত হওয়ার খবর পায়। আমকোই মন্ট্রিয়লের সাড়ে ছয়শ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।

এ ঘটনায় নিহত দুইজনের বয়স ৬০ ও ৭০ এর ঘরে; আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, বলেছেন সেন্ট-পিয়েরে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মাসখানেক আগে মন্ট্রিয়লের শহরতলীতে একটি ডে-কেয়ার সেন্টারে বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছিল, সেই ঘটনায় চালকের বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়েছে।

কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো টুইটারে সোমবারের ঘটনায় ‘স্তম্ভিত ও দুঃখিত’ হওয়ার কথা জানিয়েছেন।