‘চীনা বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে’- বলেছেন যুক্তরাষ্ট্রের সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান।
Published : 12 Apr 2024, 09:10 PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন এক সিনেটর।
সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সিনেটর শেরড ব্রাউন এ আহ্বান জানিয়ে বলেছেন, “চীনা বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি রুখতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে এখন পর্যন্ত সিনেটর শেরড ব্রাউনই সবচেয়ে জোরাল আহ্বান জানালেন। অন্যান্য আইনপ্রণেতারা এতদিন চীনা বৈদ্যুতিক গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে হটাতে উচ্চ শুল্কহার আরোপের আহ্বান জানিয়ে এসেছেন।
গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজ বলেছিল, চীনের তৈরি গাড়িগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হচ্ছে।
সিনেটর ব্রাউন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের গাড়িশিল্পে চীনকে তাদের সরকার-সমর্থিত প্রতারণা ঘটতে দিতে পারি না।”
শেরড ব্রাউন যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনকারী রাজ্য ওহাইওর ডেমোক্র্যাট-দলীয় সিনেটর। আগামী নভেম্বরের নির্বাচনে চতুর্থ মেয়াদে সিনেটর পদের নির্বাচনে জয়ী হতে চান তিনি।
চীনা গাড়ি নিষিদ্ধকরণের যে আহ্বান ব্রাউন জানিয়েছেন, সে বিষয়ে বিবিসি’র অনুরাধেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “চীনের নীতির কারণে আমাদের বাজার তাদের যানবাহন দিয়ে সয়লাব হতে পারে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। আমার চোখের সামনে আমি তা হতে দেব না।”
হোয়াইট হাউজ বলেছে, চীনের তৈরি গাড়ির প্রযুক্তি এর চালক ও যাত্রীদের ওপর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে সক্ষম। এ নিয়ে উদ্বেগের কারণে চীনের তৈরি গাড়ির ওপর ওয়াশিংটন বিধিনিষেধ আরোপ করতে পারে।
হোয়াইট হাউজ সতর্ক করে দিয়ে বলেছে, যে চীনা গাড়িগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থেকে নিয়মিতভাবে তাদের ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে মার্কিন পরিকাঠামোর বিস্তারিত তথ্য রেকর্ড করে; গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে সেগুলোর সরাসরি সংযোগ থাকে। এই গাড়িগুলোকে দূর থেকে পরিচালনা করা যায় এবং বিকলও করা যায়।
চীন বিশ্বের বৃহত্তম গাড়ি উৎপাদনকারী দেশ এবং তারা এখন জাপানের সঙ্গে বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।