হারলেম নগরীতে ১৯ বছরের এক তরুণ আতশবাজির আঘাত থেকে গুরুতর আহত হয়ে পরে মারা গেছে।
Published : 01 Jan 2024, 07:57 PM
নেদারল্যান্ডস জুড়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব ঘিরে হওয়া দাঙ্গায় সোমবার পুলিশ দুইশ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। দাঙ্গা থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়েছেন।
পুলিশের একজন মুখপাত্র স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন নগরীতে দাঙ্গাকারীরা পুলিশের দিকে আতশবাজি ও পাথর ছোড়ে। সোমবারের এই ঘটনাকে তিনি ‘গুরুতর’ এবং ‘অগ্রহণযোগ্য’ নৃশংসতা বলে বর্ণনা করেন।
রোটেরডাম পুলিশ জানিয়েছে, সেখানে দাঙ্গাকারীরা শতাধিক গাড়ি এবং অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে। রাজধানী আমস্টারডাম, হগ এবং অন্যান্য নগরীতে নববর্ষকে স্বাগত জানানোর ভিড়ের মধ্যে ভয়াবহ মারামারি লেগে গেলে ভিড় ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ডাকতে হয়।
এমনকি আতশবাজির কারণে সারা দেশে বিভিন্ন জায়গায় আগুন ধরে গেলে ফায়ার ব্রিগেড থেকে সে আগুন নিয়ন্ত্রণ করার সময় ফায়ার ফাইটাদের উপর আতশবাজি ছুড়ে হামলার ঘটনাও ঘটেছে।
হারলেম নগরীতে ১৯ বছরের এক তরুণ আতশবাজির আঘাত থেকে মারা গেছে। পুলিশ জানায়, রোববার মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে আতশবাজি ফাটানোর সময় ওই তরুণ কোনোভাবে আহত হন এবং ওই আঘাত থেকেই তার মৃত্যু হয়।