ভবনের ১২ তলায় এই বিস্ফোরণটি হয়েছে। নির্মাণকাজ চলায় ওই ফ্লোরের ফুড কোর্ট সেসময় বন্ধ ছিল।
Published : 13 Feb 2025, 01:47 PM
তাইওয়ানের মধ্যাঞ্চলীয় তাইচুং শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু ও আরও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার দমকল বিভাগ।
গ্যাস বিস্ফোরণের কারণে বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ভবনের ১২ তলায় এই বিস্ফোরণটি হয়েছে। নির্মাণকাজ চলায় ওই ফ্লোরের ফুড কোর্ট সেসময় বন্ধ ছিল।
বিস্ফোরণের কারণ দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে, ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।
হতাহতদের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।