ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।
Published : 15 Mar 2025, 11:58 PM
গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন দু’টি গাড়িকে লক্ষ্যস্থল করে হামলাটি চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দু’টির ভেতরে ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।
ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।
ফিলিস্তিনি জার্নালিস্ট প্রটেকশন সেন্টার এক বিবৃতিতে বলেছে, “গাজার উত্তরাঞ্চলে গণমাধ্যমের একটি দল ত্রাণ প্রচেষ্টা নথিবদ্ধ করার সময় ইসরায়েল আকাশ হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করেছে।”
গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বে বিভিন্ন ত্রাণ ও মানবিক সংস্থা স্থানীয় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিতে তৎপরত হয়ে ওঠে, বিশেষভাবে রোজ শুরু হওয়ার পর থেকে। আল-খাইর নামের একটি ত্রাণ সংস্থা বেইত লাহিয়ায় একটি গাড়িতে করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সাংবাদিক ও ফটো সাংবাদিকদের একটি গাড়ি তাদের অনুসরণ করছিল। এই সাংবাদিকরা গাজায় চলমান তীব্র মানবিক সংকটের মধ্যে পরিবারগুলো কীভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তা নথিবদ্ধ করার চেষ্টা করছিলেন। এদের সবাইকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুইজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল আর সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য ‘হুমকি হয়ে উঠেছিল’।
“পরে, আরও কিছু সন্ত্রাসী ড্রোনটি চালানোর সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে উঠে যায়। (ইসরায়েলি সামরিক বাহিনী) সন্ত্রাসীদের ওপর আঘাত হানে,” নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই তারা এমনটি বলেছে, জানিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়ে একে ‘ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা ‘যুদ্ধাপরাধের ধারাবাহিকতা’ বলে অভিযোগ করেছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৮১ জন।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর তাদের মৃত্যুর তালিকা হালনাগাদ করে জানিয়েছে, এ পর্যন্ত ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দপ্তরটি জানায়, হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসাবশেষের নিচে নিখোঁজ হয়ে আছে আর তাদের মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে।