ভিডিওতে দেখা গেছে, গভর্নর খান মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে।
Published : 09 May 2024, 11:13 AM
ভারতের কেরাল রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খান অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করে সেখানে থাকা রামের মূর্তির সামনে মাথা ঠেকিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে কেরালার রাজ ভবন জানিয়েছে, গভর্নর আরিফ বুধবার রাম মন্দির পরিদর্শন করেছেন এবং দর্শন দিয়েছেন।
“জানুয়ারিতে আমি দুইবার অযোধ্যায় এসেছিলাম। ওই সময়ের অনুভূতি আজও একইরকম। আমি অযোধ্যায় অনেকবার এসেছি। অযোধ্যায় এসে শ্রীরামের পূজা করা, এটা আমাদের জন্য শুধু সুখের বিষয় নয় বরং গর্বের বিষয়,” আরিফ খান সাংবাদিকদের এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি।
দাপ্তরিক এক্স প্লাটফর্মে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কেরালার গভর্নর খান রাম লাল্লা মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর পেছনে থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে।
Hon'ble Governor Shri Arif Mohammed Khan at Prabhu Shri Ram Temple Ayodhya: PRO KeralaRajBhavan pic.twitter.com/wCzZCSirLt
— Kerala Governor (@KeralaGovernor) May 8, 2024