ওই ব্লক পার্টিতে দুই থেকে তিনশ মানুষ উপস্থিত ছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ব্লক পার্টির আয়োজন করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
Published : 21 Apr 2024, 05:03 PM
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে শনিবার একটি ব্লক পার্টিতে বন্দুকধারীদের হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
মেমফিস পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে বলা হয়, “আমরা তদন্তের প্রয়োজনে ঘটনাটির বিষয়ে পুনরায় খোঁজ খবর করতে গিয়ে জানতে পারি, সেখানে মোট আটজন হতাহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান।”
এর আগে পুলিশ ১৬ জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছিল।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
ওই ব্লক পার্টিতে দুই থেকে তিনশ মানুষ উপস্থিত ছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ব্লক পার্টির আয়োজন করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান সেরেলিন ডেভিসের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, পুলিশ অন্তত দুইজন সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে।
ডেভিস সিবিএস নিউজকে বলেন, “আমদের বিশ্বাস অন্তত দুই ব্যক্তি সেখানে গুলি চালিয়েছে।”
এ বিষয়ে আরও তথ্য জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে মেমফিস পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাৎক্ষনিকভাবে সাড়া মেলেনি।