কেন্দ্রফেরত তিনটি জরিপে ভারতের ক্ষমতাসীন জোট এনডিএ লোকসভা নির্বাচনে ৪০০ আসন পেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
Published : 02 Jun 2024, 10:34 AM
ভারতের সাত পর্বের লোকসভা নির্বাচনের পুরোটা সময়জুড়ে বিজেপি তাদের এনডিএ জোটের জন্য ৪০০টি আসনের লক্ষ্যে ‘এবার ৪০০ পার’ শ্লোগান দিয়ে গেছে, এ নিয়ে বিরোধীদের অবিরাম বিদ্রুপেও অটল থেকেছে তারা; এখন তিনটি কেন্দ্রফেরত জরিপের ভবিষ্যদ্বাণী যদি মিলে যায় তাহলে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দলটিই শেষ হাসি হাসবে।
দু’টি জরিপে এনডিএ জোট ৪০০-র কিছু বেশি আসন পেতে পারে বলে আভাস দিলেও নিউজ ২৪-টুডের চাণক্য ভবিষ্যদ্বাণী করেছেন তারা ৪০০ আসন পাবে। তবে এক্ষেত্রে আসনের পরিমাণ ১৫টি কমবেশি হতে পারে বলে জানিয়েছে। সেক্ষেত্রে এনডিএ জোট কম করে হলেও ৩৮৫টি আসন আর বেশি হলে সবাইকে হতভম্ব করে দিয়ে ৪১৫টি আসন পাবে।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স একই ধরনের হিসাব দিয়ে জানিয়েছে এনডিএ জোট ৩৭১ থেকে ৪০১টি আসন পেতে পারে। আর ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার ভবিষ্যদ্বাণী হচ্ছে জোটটি অন্তত ৩৬১ থেকে সর্বোচ্চ ৪০১টি আসন পাবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৫২টি আসনে জয় পেয়েছিল যার মধ্যে বিজেপির ছিল ৩০৩টি আসন। এই তিন জরিপে মধ্যে ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, এবার ক্ষমতাসীন জোটটি কম করে হলেও ৩৬১ আসনে জয় পাবে। এর অর্থ হচ্ছে মোদী ঐতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
অন্তত ৩৬১ আসনে জয় পেলেও মোদীর দল বিজেপি ও তাদের জোট এনডিএর নেতাদের এবং তাদের নির্বাচনী পরিকল্পনা ও প্রচার সেলের পরাক্রম প্রদর্শিত হবে। এটি গতবারের ফলাফলকেও ছাড়িয়ে যাবে। এর অর্থ পর পর প্রত্যেকটি নির্বাচনেই মোদীর নেতৃত্বাধীন জোটটি ক্রমাগতভাবে ভালো ফল করেছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কতোটা জনপ্রিয় সেই প্রমাণই তুলে ধরছে।
বিরোধী ইন্ডিয়া জোট শনিবার বলেছে, তারা ২৯৫টি আসনে জয় পাবে। কিন্তু নিউজ ২৪-টুডের চাণক্য তাদের ১০৭টি আসন দিয়েছে (এরমধ্যে ১১টি কমবেশি হতে পারে), ইন্ডিয়া টিভি-সিএনএক্স বলেছে বিরোধী জোট ১০৯ থেকে ১৩৯টি আসন পেতে পারে আর ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া বলেছে, তারা কমপক্ষে ১৩১টি থেকে সর্বোচ্চ ১৬৬টি আসন পেতে পারে।
তবে কেন্দ্রফেরত জরিপ প্রায়ই ভুল প্রমাণিত হয়, নিজেদের প্রতিবেদনে এটি স্মরণ করিয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আরও পড়ুন: