ইরানের বিরুদ্ধে নতুন একগাদা নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।
ইইউ প্রেসিডেন্ট সুইডেন সোমবার একথা জানিয়েছে। এক টুইটে তিনি বলেন, মন্ত্রীরা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়েছে। ইরানে যারা বিক্ষোভে দমনপীড়ন চালাচ্ছে তাদেরকে নিশানা করেই এ নিষেধাজ্ঞা।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান কর্তৃপক্ষের নির্মম এবং অসম শক্তির ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে ইইউ।
কয়েকটি সূত্র রয়টার্সকে গত সপ্তাহে বলেছে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সোমবারের বৈঠকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ৩৭ জন নতুন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে একমত হয়েছেন।
নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক অভ্যুত্থানের পর এত বড় সরকার বিরোধী গণবিক্ষোভ দেশটিতে আর দেখা যায়নি। যদিও এ বিক্ষোভ এরইমধ্যে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।