ইউক্রেইন পোর্টেবল চার্জার বা ডকুমেন্ট ফোল্ডারে করে বোমা লুকিয়ে রুশ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন রাশিয়ার গোয়েন্দারা।
Published : 26 Dec 2024, 08:22 PM
রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারকে হত্যার জন্য ইউক্রেইনের গোয়েন্দা সংস্থাগুলোর বেশ কয়েকটি চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি।
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা পোর্টেবল চার্জার বা ডকুমেন্ট ফোল্ডারে করে বোমা লুকিয়ে রুশ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিল বলে বৃহস্পতিবার দাবি করেছে তারা।
গত ১৭ ডিসেম্বর রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলোভকে ইলেক্ট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়।
এ হামলায় ইউক্রেইনের হাত ছিল বলে রয়টার্সকে নিশ্চিত করেছিলেন দেশটির সিকিউরিটি সার্ভিস এসবিইউ এর এক কর্মকর্তা। এই হত্যাকাণ্ডকে একটি ‘সন্ত্রাসী’ হামলা আখ্যা দিয়ে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল রাশিয়া।
রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যাচেষ্টার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরিকল্পনায় জড়িত চার রুশ নাগরিককে আটক করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইউক্রেইনের এসবিইউ। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি বলছে, ইউক্রেইনের গোয়েন্দা সংস্থাগুলো রুশ নাগরিকদের নিয়োগ দিয়েছে।
এফএসবি জানিয়েছে, গ্রেফতারকৃত একজন মস্কোতে পোর্টেবল চার্জারের ভেতর একটি বোমা সংগ্রহ করেছিল। রুশ গোয়েন্দাদের মতে, বোমাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার গাড়িতে চুম্বক দিয়ে সংযুক্ত করার কথা ছিল।
অন্যদিকে, রুশ কর্মকর্তাদের গতিবিধি নজরে রাখতে আরেক রুশ নাগরিককেই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। এফএসবি জানায়, পরিকল্পিত হামলার সঠিক তারিখ স্পষ্ট না হলেও সন্দেহভাজনদের একজন বলেছেন, তিনি ২৩ ডিসেম্বর একটি বোমা উদ্ধার করেছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সন্দেহভাজন কয়েকজনের ফুটেজ দেখানো হয়েছে। তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বোমা হামলার জন্য ইউক্রেইনের গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিয়োগ পাওয়ার কথা স্বীকার করেছে।