ইতালিতে পর্যটকবাহী নৌযান উল্টে ৪ মৃত্যু

দমকল কর্মীদের শেয়ার করা একটি ভিডিওতে হ্রদের ঢেউয়ের মধ্যে চেয়ার ও অন্যান্য আবর্জনা ভাসতে দেখা গেছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 10:49 AM
Updated : 29 May 2023, 10:49 AM

ইতালির উত্তরাঞ্চলীয় মাজোরে হ্রদে পর্যটকবাহী একটি নৌযান উল্টে যাওয়ার পর চারজনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে হঠাৎ ধেয়ে আসা একটি ঝড়ের কারণে নৌযানটি উল্টে যায় বলে দমকল কর্তৃপক্ষ ও গণমাধ্যম জানিয়েছে।  

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লোকজন ভাড়া করা ১৬ মিটার লম্বা একটি নৌযানে জন্মদিনের উৎসব পালন করছিল, তখন তীব্র ঝড়ে সেটি উল্টে গিয়ে ডুবে যায়। 

দমকল কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, গুরুতর কোনো আঘাত ছাড়াই ১৯ জন আরোহী সাঁতরে তীরে ফিরতে সক্ষম হন।

তাদের ডুবুরিরা ডুবে যাওয়া নৌযানটি পানির ১৬ মিটার গভীরে খুঁজে পেয়েছে বলে জানিয়েছে তারা। 

বিবিসি জানিয়েছে, ইতালির সেস্তো কালিন্দে এবং আরোনা শহরের মধ্যবর্তী স্থানে ঘটনাটি ঘটে। পাঁচ আরোহীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতালির গণমাধ্যম জানিয়েছে, নৌযানটিতে ব্রিটিশ, ইতালীয় ও ইসরায়েলের নাগরিকরা ছিলেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। নৌযানটিতে প্রায় ২৫ জন আরোহী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দমকল কর্মীদের শেয়ার করা একটি ভিডিওতে হ্রদের ঢেউয়ের মধ্যে চেয়ার ও অন্যান্য আবর্জনা ভাসতে দেখা গেছে। 

মিলান শহরের নিকটবর্তী মাজোরে হ্রদের অবস্থান আল্পস পর্বতের দক্ষিণ পাশে ইতালি ও প্রতিবেশী সুইজারল্যান্ডে। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।