“গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। আমরা এই পরিস্থিতিতে অসাড় ভূমিকা নিতে পারি না, নীরবও থাকতে পারি না।”
Published : 26 Jul 2024, 11:18 AM
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধের ‘সময় এসেছে’ বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
বিবিসি লিখেছে, হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন কমলা, যিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে।
ওই বৈঠকে নেতানিয়াহুর সঙ্গে ‘খোলামেলা এবং গঠনমূলক’ আলোচনায় গাজা যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা ‘কঠোর মনোভাব’ দেখিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
কমলা বলেছেন, গাজায় হতাহতের বিষয়ে তার ‘গভীর উদ্বেগ’ রয়েছে।
সংকট সুরাহায় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি জোর দিয়ে কমলা বলেন, “সময় হয়েছে এই যুদ্ধ বন্ধের।”
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ৮১ বছর বয়সী এ প্রেসিডেন্ট তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের প্রার্থী করার সুপারিশ করেছেন।
এর আগে বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। একদিন পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বক্তৃতায় হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ জয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতানিয়াহু, যখন হাজারো ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে।
ইসরায়েল-গাজা যুদ্ধকাল গড়িয়েছে নবম মাসে। এই যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুকে দেশে-বিদেশে ব্যাপক চাপের মুখে পড়তে হয়েছে।
নেতানিয়াহুর সঙ্গে ৪০ মিনিটের বৈঠকে কমলা বলেছেন, ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকার আছে সেটা তিনি মানেন এবং দেশটির প্রতি আমেরিকার ‘অটল প্রতিশ্রুতিও’ আছেন।
তিনি বলেছেন গগত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামাস হামলা চালালে শুরু হয় সংঘাত।
ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাস অক্টোবরের ওই হামলায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করেছে। জিম্মি করেছে আড়াই শতাধিক মানুষকে।
ওই দিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
কমলা বলেন, "ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে আত্মরক্ষার পদ্ধতি কী হবে তা গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। আমরা এই পরিস্থিতিতে অসাড় ভূমিকা নিতে পারি না, নীরবও থাকতে পারি না।
“আসুন আমরা যুদ্ধ শেষ করতে চুক্তিটি সম্পন্ন করি যাতে, আমরা যুদ্ধ শেষ করতে একটি যুদ্ধবিরতি পেতে পারি। আসুন আমরা জিম্মিদের মুক্ত করে নিয়ে আসি এবং ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেই।”
শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দেখা করার কথা রয়েছে।
নেতানিয়াহু-বাইডেনের আলোচনা
বাইডেনের সঙ্গে সাক্ষাতে নেতানিয়াহু বলেন, চার দশকের বেশি সময় ধরে বাইডেনকে চেনেন ও জানেন এবং অর্ধশতাব্দীকালের বেশি সময় ধরে ইসলারেলের প্রধানমন্ত্রী সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে।
নেতানিয়াহু বলেন, “একজন গর্বিত ইহুদী হিসেবে ইসরায়েলকে ৫০ বছর ধরে সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই।”
আগামী কয়েক মাসে বড় বড় সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য ইসরায়েল ইচ্ছুক বলে বাইডেনকে বলেছেন নেতানিয়াহু।
পরে এক সংবাদ সম্মেলেন হোয়াইট হাউসের জাতীয় নিরপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, “প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরস্থিতিতে একটি জিম্মি মুক্তি চুক্তির জরুরি প্রয়োজন বলে মনে করেন। এছাড়া তাদের আলোচনায় লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা, ইরানের হুমকি এবং সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।”
তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কে ‘ফাঁক রয়েছে’ বলেও মন্তব্য করেছেন জন কিবরি।