এ জোটের পশ্চিমা অংশীদাররা চান ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে।
Published : 10 Feb 2024, 04:01 PM
রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা প্রস্তাব এড়িয়ে গিয়েছেন শীর্ষ অর্থনীতির দেশগুলোর নেতারা। ভারতের রাজধানী দিল্লিতে এবারের জি-২০ সম্মেলনের প্রথম দিনে সম্মেলন থেকে ঐক্যমত্যের ভিত্তিতে সব দেশকে অন্যের ভূখণ্ড দখলে বল প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে গভীর বিভেদ মাথায় করেই শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে দুই দিনের এ সম্মেলন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ২০ দেশের এ জোটের পশ্চিমা অংশীদাররা চান ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। অন্যদিকে, বাকি দেশগুলো চায় বৃহত্তর অর্থনৈতিক নানা বিষয়ে মনোযোগ দিতে।
সম্মেলনের প্রথম দিন শেষে এক যৌথ বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলা হয়েছে। এছাড়া ঘোষণাপত্রে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইন ও রাশিয়া থেকে শস্য, খাদ্য ও সার নিরাপদে প্রবাহের জন্য উদ্যোগ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে। সূত্র ও ছবি: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)