নেদারল্যান্ডসের বন্দর নগরী রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের শ্রেণিকক্ষে এবং কাছের একটি বাড়িতে বৃহস্পতিবার বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে পুলিশ ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
দুই জায়গায় হামলার ঘটনা ঘটলেও বন্দুকধারী একজনই ছিলেন বলে ধারণা পুলিশের। প্রাথমিকভাবে পুলিশ কয়েকজন নিহত হওয়ার খবর দিয়েছিল। পরে সংবাদ সম্মেলনে পুলিশ ৩৯ বছর বয়সী এক নারী এবং মেডিকেল সেন্টারের ৪২ বছর বয়সের একজন শিক্ষক নিহত হওয়ার কথা নিশ্চিত করে। বাড়িতে হামলার ঘটনায় নিহত নারীর ১৪ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছে।
কী কারণে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হামলাকারী ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে বিবিসি।
এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারী খুব সম্ভবত একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। তার পরনে যোদ্ধাদের পোশাক ছিল। চুলের রঙ কালো এবং তার কাছে একটি ব্যাকপ্যাক, হেডফোন ও একটি হ্যান্ডগান ছিল।সংবাদ সূত্র: রয়টার্স, বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)